March 29, 2024

সীতাপুর ও নবীনমানুয়া গ্রামে কতগুলো পূজো হয় আপনি জানেন? জানলে অবাক হতে পারেন

1 min read

সীতাপুর ও নবীনমানুয়া গ্রামের বিভিন্ন পূজাসমূহ 


সীতাপুর হল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি ছোটো গ্রাম।  সীতাপুরের পাশের গ্রাম হল নবীনমানুয়া। এখানকার মানুষেরা খুব উৎসব প্রিয় তাই বারো মাসে তেরো পার্বন হয়ে থাকে। আর এই উৎসব গুলোতে নানান ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। ছোটো বড়ো এই পূজো গুলোকে গ্রামের মানুষ  আনন্দের সঙ্গে পালিত করে। 


All Pujo



 সীতাপুর  নবীনমানুয়া এই দুই গ্রামে যেই পূজোগুলো হয়ে থাকে-

১।  সার্ব্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব :

সার্ব্বজনীন শ্রী শ্রী শারদীয়া দুর্গোৎসব।
পরিচালনায়ঃ সীতাপুর নবীনমানুয়া সার্ব্বোজনীন দূর্গাপূজা কমিটি।
স্থানঃ সীতাপুর ,দাসপুর, পশ্চিম মেদিনীপুর।


২।  শ্রী শ্রী সার্ব্বজনীন মনসামাতার পূজো :

 ক)  সার্ব্বজনীন শ্রী শ্রী মনসা পূজো।
      পরিঃ সীতাপুর নবীন মানুয়া মিলন সংঘ ও সীতাপুর মনসা পূজা কমিটি।         
      স্থানঃ সীতাপুর মনসাতলা, পশ্চিম মেদিনীপুর।

খ)  সার্ব্বজনীন শ্রী শ্রী মনসা পূজো।
      পরিঃ নবীন মানুয়া দক্ষিণ পাড়া মনসা পূজা কমিটি।      
      স্থানঃ নবীনমানুয়া দক্ষিণ পাড়া ( আমদহ), পশ্চিম মেদিনীপুর।


৩।  সার্ব্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজো :

ক)  সার্ব্বজনীন শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজো।
      পরিঃ Brothers Association ।        
      স্থানঃ সীতাপুর মাজী পাড়া ।

খ)   সার্ব্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পূজো।
       পরিঃ বিবেকানন্দ স্পোটিং ইউনিয়ন। 
       স্থানঃ সীতাপুর লক্ষ্মীতলা, পশ্চিম মেদিনীপুর।

গ)  সার্ব্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী পুজো।
      পরিঃ নবীনমানুয়া উত্তরপাড়া ।
       স্থানঃ নবীনমানুয়া হাট।


৪। সার্ব্বজনীন শ্রী শ্রী  শ্যামা পূজো :
  
ক) সীতাপুর-নবীনমানুয়া সার্ব্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজো।

     পরিচালনায় – মাতৃ সংঘ।
      স্থানঃ সীতাপুর কালীতলা,পশ্চিম মেদিনীপুর।


খ)  সীতাপুর-নবীনমানুয়া সার্ব্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজো।

      পরিচালনায় – মিতালী সংঘ।
       স্থানঃ সীতাপুর রাখাল মাড়োতলা।


গ)  শ্রী শ্রী সার্ব্বোজনীন শ্যামা পূজো।
      পরিচালনায়ঃ- শিবশক্তি সংঘ ।              
      স্থানঃ সীতাপুর রামকৃষ্ণ স্পোটিং এন্ড কালচ্যারাল ক্লাব ময়দান, সীতাপুর , পশ্চিম মেদিনীপুর।
ঘ)  শ্রী শ্রী কালীমাতার পুজো

     পরিঃ নবীনমানুয়া তরুণ সংঘ।
      স্থানঃ নবীনমানুয়া প্যোড়া পাড়া।



৫। সার্ব্বজনীন শ্রী শ্রী শিবদূর্গা পূজো :

     সার্ব্বজনীন শ্রী শ্রী শিবদূর্গা পূজো।
     পরিঃ মহাপ্রভু মিলন সংঘ।

     স্থানঃ সীতাপুর(পূর্ব পাড়া), পশ্চিম মেদিনীপুর।



৬।  শ্রী শ্রী সার্ব্বজনীন লক্ষী নারায়ণ পূজো :
       
ক)  শ্রী শ্রী সার্ব্বজনীন লক্ষী নারায়ণ পূজো ও দোল উৎসব।

      পরিঃ ইয়ং স্টার ক্লাব।
      স্থানঃ সীতাপুর ( দক্ষিন পাড়া), পশ্চিম মেদিনীপুর।


খ)  শ্রী শ্রী সার্ব্বজনীন লক্ষীনারয়ণ পূজো।

      পরিচালনায়ঃ সীতাপুর নবীনমানুয়া নেতাজী তরুণ সংঘ।

      স্থানঃ সীতাপুর হরিতলা, সীতাপুর , পশ্চিম মেদিনীপুর। 

  

৭।  শ্রী শ্রী সার্ব্বজনীন অন্নপূর্ণা পূজো :

      শ্রী শ্রী সার্ব্বজনীন অন্নপূর্ণা পূজো।

      পরিচালনায়ঃ নবজাগরণ ক্লাব।
      স্থানঃ সীতাপুর (শিবতলা),পশ্চিম মেদিনীপুর।



৮।  শ্রী শ্রী সার্ব্বজনীন সরস্বতী পূজো :
         
       গ্রামের বিভিন্ন ক্লাবে ও প্রত্যেক পাড়ায় পাড়ায় হয়ে থাকে এই পূজো।
৯।  সার্ব্বজনীন শ্রী শ্রী সন্তোষী পূজো :

     সার্ব্বজনীন শ্রী শ্রী সন্তোষী পূজো।

     পরিচালনায়ঃ সীতাপুর সবুজ সংঘ(আমদহ)।
     স্থানঃ সীতাপুর,দাসপুর,পশ্চিম মেদিনীপুর।


১০।   সার্ব্বজনীন শ্রী শ্রী শ্মশানকালী পূজো :

ক)  শ্রী শ্রী শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান।
      পরিচালনায়ঃ নবীমমানুয়া ফাইভ স্টার ক্লাব।
      স্থানঃ নবীনমানুয়া( জোড়া সাঁকো ), সীতাপুর, পশ্চিম মেদিনীপুর।

খ)  শ্রী শ্রী শশ্মান কালীমাতার পূজো।
      পরিঃ রবীন্দ্রনাথ স্পোটিং ক্লাব।
      স্থানঃ নবীনমানুয়া, সীতাপুর, পশ্চিম মেদিনীপুর।
১১।   সার্ব্বজনীন শ্রী শ্রী গণেশ পূজো :

         সার্ব্বজনীন শ্রী শ্রী গণেশ পূজো।
         পরিচালনায়ঃ আমার কজন।
         স্থানঃ সীতাপুর ( বুড়াই পাড়া ), পশ্চিম মেদিনীপুর।


১২।  সার্ব্বজনীন শ্রী শ্রী ভীম পূজো :

         সার্ব্বজনীন শ্রী শ্রী ভীম পূজো।

         পরিচালনায়ঃ নবীনমানুয়া ভীমতলা বাজার কমিটি।
         স্থানঃ নবীনমানুয়া ভীমতলা(নবীনমানুয়া ঈশ্বর চন্দ্র হাই স্কুলের নিকট)।


এছাড়াও সমস্ত শীতলামাতার মন্দিরে পূজো, শিবের মাথাই জল ঢালা, বিশ্বকর্মা পূজো ও মেলা ইত্যাদি অনেক পূজো হয়ে থাকে। প্রায় সমস্ত ধরনের পূজো সীতাপুর ও নবীনমানুয়াতে হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published.