প্রায় দুই সপ্তাহ আগে থেকেই মনসামাতার মন্দিরে প্রস্তুত করা হয় প্রতিমা, কারণ বিস্তারিত জানুন
1 min read
প্রায় দুই সপ্তাহ আগে থেকেই মনসামাতার মন্দিরে প্রস্তুত করা হয় প্রতিমা
এই বছর সীতাপুর ও নবীনমানুয়া গ্রামে মনসা পূজো শুরু হবে ৩০শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৭ই অক্টোবর ২০১৮ ) বুধবার থেকে। কিন্তু প্রতিমা সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায় ৮ই অক্টোবর। গত কয়েক বছরের কথা আলোচনা করলে প্রতিমা নির্মাণের কাজ শেষ করা হত পূজোর দিন সকালে এবং মনসা পূজোর ঘট ডুবনো হয় রাত্রিতে।
এই বছর প্রতিমা নির্মাণের কাজ তারাতারি শেষ করা হয়েছে কারণ দূর্গাপূজো মনসা পূজোর দুই দিন আগে থেকেই শুরু হবে। দূর্গাপূজো শুরু হবে ২৮শে আশ্বিন ১৪২৫ ( ইং- ১৫ই অক্টোবর ২০১৮ ) সোমবার থেকে। বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, তাই চারাদিকে এই পূজো হয়ে থাকে। এই বছর প্রতিমা নির্মাণকারী শিল্পীদের কাছে একটা প্রতিযোগিতা সৃষ্টি করেছে। তাই শিল্পীরা আগে থেকেই সম্পূর্ণ করেছে মনসা প্রতিমা।
তবে মন্দিরের মধ্যে প্রতিমা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রতিমার মূর্তি উন্মোচিত হওয়ার পর ভক্তরা প্রতিমা দেখতে পাবেন। সীতাপুর মনসাতলায় নির্মাণের কাজ শেষ হলেও নবীনমানুয়া মনসাতলায় এখনো নির্মাণের কাজ চলছে। তবে দুর্গা পূজোর পূর্বেই সম্পূর্ণরূপে মনসামাতা মন্দিরে প্রবেশ করবেন এবং পূজোর দিন থেকেই ভক্তরা প্রতিমা দেখতে পাবেন।