প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্টে স্বর্ণকাপ, অংশগ্রহণ করতে বিস্তারিত পড়ুন | উত্তরণ স্বর্ণকাপ ২০১৯
1 min read
উত্তরণ স্বর্ণকাপ ২০১৯
কেবল গ্রাসাচ্ছাদনেই মানুষ বাঁচতে পারে না। তার সঙ্গে সে চায় আনন্দ।
আনন্দেই সকলের মুক্তি। অন্নবস্ত্র সংস্থানের জন্য জীবন আমারা যে কঠোর সংগ্রাম করি তা কেবলমাত্র আমাদের জৈবিক প্রকাশ। খেলা হল মানুষের সেই মানব পরিচয়ের সূষ্ঠ প্রকাশের আরেকটি অংশ।
তাই এই শীতের সমাগমে প্রকৃতির সাথে মনকে রাঙিয়ে উত্তরণ পৌষ পার্ব্বণ ও খলাবিশ্রাম উপলক্ষে আট দোলীয় নক্ আউট প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট উত্তরণ স্বর্ণকাপ ২০১৯ , দিবা ও রাত্রিতে আয়োজন করিয়াছে।
আনন্দেই সকলের মুক্তি। অন্নবস্ত্র সংস্থানের জন্য জীবন আমারা যে কঠোর সংগ্রাম করি তা কেবলমাত্র আমাদের জৈবিক প্রকাশ। খেলা হল মানুষের সেই মানব পরিচয়ের সূষ্ঠ প্রকাশের আরেকটি অংশ।
তাই এই শীতের সমাগমে প্রকৃতির সাথে মনকে রাঙিয়ে উত্তরণ পৌষ পার্ব্বণ ও খলাবিশ্রাম উপলক্ষে আট দোলীয় নক্ আউট প্লাস্টিক ক্রিকেট টুর্নামেন্ট উত্তরণ স্বর্ণকাপ ২০১৯ , দিবা ও রাত্রিতে আয়োজন করিয়াছে।
শর্তাবলী :
- এন্ট্রিফি ২০০০ টাকা।
- গ্যারান্টি মানি ১০০০ টাকা, বাধ্যতামূলক।
- খেলা শুরু হইবে ১২-১৩ই জানুয়ারী দুপুর ২টা ৩০মিঃ হইতে।
- ৯জন প্লেয়ার অংশগ্রহণ করিতে পারিবে।
- ০৮-১০ ওভারের খেলা হইবে, প্রয়োজনে অভার কমও হইতে পারে।
- নির্দিষ্ট সময়ের ২০মিনিট আগে মাঠে প্লেয়ার লিস্ট জমা দিতে হইবে।
- ৩৫ গ্রাম প্লাস্টিক সাদা বল ১টি এবং এন্ট্রিফি জমা দিতে হইবে।
পুরস্কার :
- ১. বিজয়ী ট্রফি এবং ৩ গ্রাম সোনা অথবা ১১০০০ টাকা দেওয়া হইবে।
- ২. বিজীত ট্রফি এবং ২ গ্রাম সোনা অথবা ৭০০০ টাকা দেওয়া হইবে।
- ৩. প্রতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ রিষ্ট ওয়াচ ও ফাইনালে মোবাইল দেওয়া হইবে।
- ৪. ম্যান অফ দ্যা সিরিজ মিস্কচার মেসিন দেওয়া হইবে।
- ৫. বেষ্ট ফিল্ডারকে পুরস্কার দেওয়া হইবে।
- ৬. বেষ্ট বোলারকে পুরষ্কার দেওয়া হইবে।
- ৭. সর্বাধিক রান সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
- ৮. সর্বাধিক চার সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
- ৯. সর্বাধিক ছয় সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
- ১০. সর্বাধিক উইকেট সংগ্রাহককে পুরস্কৃত করা হইবে।
- ১১. প্রতি ম্যাচে ট্রস উইনারকে পুরস্কৃত করা হইবে।
- ১২. কোনো প্লেয়ার হাফ-সেঞ্চুরি করতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ১৩. কোনো প্লেয়ার সেঞ্চুরি করতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ১৪. কোনো প্লেয়ার ছয় বলে ছটা ছয় মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ১৫. কোনো প্লেয়ার ছয় বলে ছটা চার মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ১৬. কোনো প্লেয়ার একটি ইনিংসে ছটি উইকেট নিতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ১৭. কোনো প্লেয়ার একটি ইনিংসে ছটি ক্যাচ নিতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ১৮. কোনো প্লেয়ার একটি ইনিংসে হ্যাট্রিক ছয় মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ১৯. কোনো প্লেয়ার একটি ইনিংসে হ্যাট্রিক চার মারতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ২০. কোনো প্লেয়ার ডাইরেক্ট হিটে রান আউট করতে পারলে বিশেষ পুরস্কৃত করা হইবে।
- ২১. ফাইনালে যে প্লেয়ার যত রান সংগ্রহ করতে পারবে তাকে তত টাকা দিয়ে পুরস্কৃত করা হইবে।
- ২২. কোনো দর্শক মাঠের বাইরে ক্যাচ ধরতে পারলে ৩০ টাকা দিয়ে পুরস্কৃত করা হইবে।
- ২৩. কোনো মহিলা দর্শক মাঠের বাইরে ক্যাচ ধরতে পারলে ১৫০ টাকা দিয়ে পুরস্কৃত করা হইবে।
সমস্ত শর্তাবলী এবং খেলা চলাকালীন যে কোনো পরিস্থিতিতে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মানিতে বাধ্য থাকিতে হইবে। এই শর্ত মেনেই ক্রিকেট টুর্নামেন্টে অংশ গ্রহণ করতে হইবে।
যোগাযোগ: ৯১৩৪৯১৪৩৭৬