Sat. Apr 4th, 2020

ভাদ্র মাসে বাঙালির রীতি, বাঙালিদের কাছে ভাদ্র মাস মানে কী? বিস্তারিত জানুন

1 min read

 ভাদ্র মাসে বাঙালির রীতি 


বাঙালি মানে কব্জি ডুবিয়ে খাওয়া। বাঙালি অথচ খেতে ভালোবাসে না- এটা হতেই পারে না। সারা বছর নানান খাওয়ার মধ্যে ভাদ্র মাসে বাঙালি অন্য স্বাদ অনুভব করে। ভাদ্র মাসের প্রথম রবিবার বাঙালিদের কাছে উৎসবের মতো পালান করে।

ওল,মাছ ভাত
সীতাপুর, পশ্চিম মেদিনীপুর এই উৎসব  হল খাবারের উৎসব। ভাদ্র মাসের প্রথম রবিবার ভাতের সাথে কাঁচা লঙ্কা,লেবু, ঘি, ওল,তেঁতুলের টক,নোনা ঘুসো,সরষে ইলিশ,শাক ভাজা খেয়ে, পালিত হয় বাঙালির রীতি। 


ওল


সকালে ঘুম থেকে ওঠে বাজার থেকে ইলিশ ও নোনা ঘুসো মাছ  ও ওল আনা হয়। দুপুরে এই খাবার খেয়ে বাঙালিরা তৃপ্তি অনুভব করে।

April 2020
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

1 thought on “ভাদ্র মাসে বাঙালির রীতি, বাঙালিদের কাছে ভাদ্র মাস মানে কী? বিস্তারিত জানুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *