শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯ ** নবীনমানুয়া( জোড়া সাঁকো )
1 min read
শ্রী শ্রী সর্বজনীন শ্মশানকালী পূজা ও বার্ষিক অনুষ্ঠান ২০১৯
৬ই জ্যৈষ্ঠ, ১৪২৬(ইং- ২১শে মে, ২০১৯) মঙ্গলবার:-সকাল ৮টায়- ১২তম বর্ষের ১২টি মঙ্গলঘট নিয়ে কলিকাতার মহিলা ঢাকী শিল্পী সহ ২৪টি ঢাক বাদ্য এবং ধামসা-মাদল (আদিবাসী/সাঁওতালী নৃত্য শিল্পী) সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নবীন মানুয়া সহ পার্শ্বস্থ গ্রাম প্রদক্ষিণ। বিকেল ৫টায়- ঢাক ও ধামসা-মাদল ও বাদ্য বাজনা সহকারে প্রতিমা আনয়ন ও মন্ডপে স্থাপন। রাত্রিতে- উপস্থাপন, দেবীর পূজারম্ভ, মহা নিশায় মায়ের পূজা ও চন্ডীপাঠ। রাত্রি ৯ টায়- “মায়ের খিঁচুড়ি প্রসাদ বিতরণ”। দাতা- শ্রী গণেশ বেরা। ৭ই জ্যৈষ্ঠ, ১৪২৬(ইং- ২২শে মে, ২০১৯) বুধবার:-প্রাতঃকালে- ঘট বিসর্জন সকাল ৮টায়- অঙ্কন প্রতিযোগিতা। বিভাগ- ‘ক’ (ষষ্ট শ্রেনী পর্যন্ত) বিষয়- আমাদের গ্রাম। বিভাগ-‘খ’ (দশম শ্রেণী পর্যন্ত) বিষয়- SAFE DRIVE SAVE LIFE(পথ নিরাপত্তা)। বিকেল ৪:৩০মি- বিনোদনমূলক খেলাধূলা। সন্ধ্যা ৬ টায়- দিদি নং-১ (প্রতি দলে ২জন মহিলা) (প্রোজেক্টর- অডিও ভিজুয়াল ও হেডফোন সহযোগে) পরিচালনায়- [email protected], গৌরা। রাত্রি ৯:৩০মি- নৃত্যানুষ্ঠান। পরিবেশনায়- নাইট ক্যুইন ড্যান্সট্রুপ, দাসপুর। ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৬(ইং- ২৩শে মে, ২০১৯) বৃহস্পতিবার:-সকাল ৮.৩০মি- সরবৎ ও প্রসাদ বিতরণ সন্ধ্যা ৮টায়- কীর্ত্তনপালা, পরিবেশনায়- সন্ধ্যা দাস কীর্ত্তন সম্প্রদায়। রাত্রি ৯টায়- “মায়ের লুচি প্রসাদ বিতরণ”। ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৬(ইং- ২৪শে মে, ২০১৯) শুক্রবার:-সকাল ৮টায়- শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা।(পঞ্চম শ্রেণী পর্যন্ত) বিকেল ৫টায় – অতিথি সম্বর্ধনা, পুরস্কার বিতরণ ও চারাগাছ রোপণ কর্মসূচি। সন্ধ্যা ৭টায়- সাংস্কৃতিক সন্ধ্যা।(স্থানীয় শিল্পী) সন্ধ্যা ৯টায় – নৃত্যানুষ্ঠান। পরিবেশনায়- রকস্টার K.N ড্যান্স ট্রুপ ১০ই জ্যৈষ্ঠ, ১৪২৬(ইং- ২৫শে মে, ২০১৯) শনিবার:-দুপুরে- বাদ্য বাজনা সহকারে প্রতিমা নিরঞ্জন।